পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮১ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের বিকাল সাড়ে ৩টায় (দ্বিতীয়), জাহিনটেক্সের বিকাল ৪টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বিকাল পৌনে ৩টায়, আরামিট সিমেন্টের বিকাল ৪টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের বিকাল ৪টায়, আরামিটের বিকাল ৩টায়, স্ট্যান্ডার্ড সিরামিকের বিকাল ২.৪০টায়, জিপিএইচ ইস্পাতের বিকাল ৪টায়, ন্যাশনাল ফিড মিলসের বিকাল ৪টায়, সিভিও পেট্রোকেমিক্যালের বিকাল সাড়ে ৩টায়, মেঘনা সিমেন্টের বিকাল সাড়ে ৩টায়, বসুন্ধরা পেপারের বিকাল সাড়ে ৪টায়, বেক্সিমকো সিনথেটিকসের বিকাল ৫টায়, শাইনপুকুর সিরামিকের বিকাল সাড়ে ৪টায়, বেক্সিমকোর বিকাল ৪টায়, বেক্সিমকো ফার্মার বিকাল সাড়ে ৩টায়, ফার কেমিক্যালের বিকাল ৩টায়, এমএল ডাইংয়ের বিকাল ৪টায়, আলহাজ্ব টেক্সটাইলের বিকাল সাড়ে ৩টায়, সিমটেক্সের বিকাল সাড়ে ৪টায়, ফার্মা এইডসের বিকাল ৩টায়, আফতাব অটোর বিকাল পৌনে ৩টায়, স্টাইল ক্রাফটের বিকাল ৩টায়, নাভানা সিএনজির বিকাল পৌনে ৪টায়, রিজেন্ট টেক্সটাইলের বিকাল পৌনে ৩টায়, সাফকো স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, ফারইস্ট নিটিংয়ের বিকাল সাড়ে ৩টায়, এপেক্স ফুটওয়্যারের বিকাল সাড়ে ৪টায়, খুলনা পাওয়ারের সন্ধ্যা ৬টায়, ওয়াটা কেমিক্যালের বিকাল সাড়ে ৪টায়, স্কয়ার টেক্সটাইলের বিকাল ৪টায়, স্কয়ার ফার্মার বিকাল ৩টায়, ইন্ট্রাকোর বিকাল ৪টায়, ওয়াইম্যাক্সের বিকাল সাড়ে ৩টায়, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের বিকাল ৪টায়, ইমাম বাটনের বিকাল ৩টায়, বিডি অটোকার্সের বিকাল ৪টায়, এইচআর টেক্সটাইলের বিকাল সাড়ে ৩টায়, মেঘনা পেট ইন্ডাস্টিজে বিকাল ৩টায়, মেঘনা কনডেন্সড মিল্কের বিকাল ২.৩৫টায়, এনভয় টেক্সটাইলের বিকাল ৪টায়, সুহৃদের সন্ধ্যা ৬টায়, মুন্নু সিরামিকের বিকাল ৪টায়, মুন্নু জুট স্টাফলার্সের বিকাল পৌনে ৪টায়, ফাইন ফুডসের বিকাল ৩টায়, ড্যাফোডিল কম্পিউটার্সের বিকাল ৪টায়, তসরিফার বিকাল সাড়ে ৩টায়, অ্যাডভেন্ট ফার্মার বিকাল সাড়ে ৩টায়, নূরানী ডাইংয়ের বিকাল ৩টায়, উসমানিয়া গ্লাসের বিকাল ৫টায়, বাংলাদেশ সাবমেরিন কেবলসের বিকাল ৪টায়, সায়হাম কটনের বিকাল ৩টায়, সায়হাম টেক্সটাইলের বিকাল ৪টায়, ফরচুন সুজের বিকাল ৪টায়, বিডি কমের বিকাল ৩টায়, বিডি থাইয়ের বিকাল ৪টায়, গোল্ডেন সনের সন্ধ্যা সাড়ে ৬টায়, জিবিবি পাওয়ারের বিকাল ৩টায়, এসকে ট্রিমসের বিকাল ৫টায়, সেন্ট্রাল ফার্মার বিকাল ৩টায়, দেশবন্ধু পলিমারের বিকাল ৩টায়, তাল্লু স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, মিথুন নিটিংয়ের বিকাল ৪টায়, বঙ্গজের বিকাল ৩টায়, জিকিউ বলপেনের বিকাল সাড়ে ৩টায়, জাহিন স্পিনিংয়ের বিকাল ৩টায়, ফু-ওয়াং সিরামিকের বিকাল সাড়ে ৩টায়, ইয়াকিন পলিমারের বিকাল ৫টায়, হামিদ ফেব্রিক্সের বিকাল সাড়ে ৪টায়, কুইন সাউথের বিকাল সাড়ে ৪টায়, ইনটেকের বিকাল সাড়ে ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের বিকাল ৩টায়, অগ্নি সিস্টেমসের বিকাল ৪টায়, প্যাসিফিক ডেনিমসের বিকাল সাড়ে ৪টায়, দেশ গার্মেন্টসের বিকাল সাড়ে ৩টায়, লিগ্যাসি ফুটওয়্যারের বিকাল ৪টায়, আরডি ফুডের বিকাল ৩টায়, বিচ হ্যাচারির বিকাল সাড়ে ৪টায়, একমি ল্যাবরেটরিজের বিকাল সাড়ে ৩টায়, ইন্দো-বাংলা ফার্মার বিকাল ৪টায় এবং সালভো কেমিক্যালের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস