ক্যানন দুটি নতুন ক্যামেরা আনবে বাজারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-৩০ ১২:২১:৫৫


স্মার্টফোন দিয়েই এখন উন্নত মানের ছবি তোলা যায়। তাই ডিএসএলআর ক্যামেরার চাহিদা অনেকটাই কমে গেছে।ভবিষ্যতে যে ক্যামেরার বাজার আরও ছোট হয়ে আসবে তা আগেই অনুমান করা গিয়েছিলো। এবার ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যাননের প্রেসিডেন্ট ফুজিও মিতারাই জানিয়েছেন, আগামী দুই বছরে ডিএসএলআর ক্যামেরার বাজারের সংকোচন ঘটবে ৫০ শতাংশ।তবে সাধারণ মানুষের কাছে ক্যামেরার কদর কমলেও নজরদারি করতে ও চিকিৎসা সেবা দিতে এর ব্যবহার বাড়বে। এছাড়াও, ৫০ লাখ থেকে ৬০ লাখ ক্যামেরা থাকবে পেশাদার ও শখের ফটোগ্রাফারদের হাতে।তাদের কথা ভেবেই এ বছর বাজারে এন্ট্রি লেভেলের ও হাই এন্ডের নতুন দুটি ক্যামেরা আনবে ক্যানন। হাই এন্ড ক্যামেরাটি পেশাদার ক্যামেরাম্যানদের জন্য আনা হচ্ছে। এতে থাকবে ১০০ মেগাপিক্সেলের মিররলেস সেন্সর। মডেলটির নাম হবে ইওএস আরপি। ধারণা করা হচ্ছে, নামের শেষে থাকা পি অক্ষরটি দিয়ে প্রফেশনাল শব্দটি বোঝানো হয়েছে। আগামী মাসেই উন্মোচন হতে পারে ইওএস আরপি।গত বছর ২৪ মেগাপিক্সেলের ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা ইওএস আর বাজারে আনে ক্যানন। দেশের বাজারে ক্যামেরাটির দাম এখন ৬৯ হাজার টাকা।