সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৯টির।
আজ ডিএসইতে ১ হাজার ২৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৯ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪৫ কোটি ৮৫ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আর ৩১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস