শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩০ ১৬:৩১:২০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ইনটেকের শেয়ার দর ছিল ৪৬.২০ টাকায়। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৫০.৮০ টাকায়। অর্থাৎ আজ ইনটেকের শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারমাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৬৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৫৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.১৭ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৯.০৯ শতাংশ, ফাইন ফুডসের ৮.৪৭ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.০৩ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার দর ৭.৬২ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস