শেয়ার দর পতনের শীর্ষে ম্যাকসন্স স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩০ ১৬:৩৫:০০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ম্যাকসন্স স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর ছিল ৮.৪০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৭.৭০ টাকায়। অর্থাৎ ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর ০.৭০ টাকা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৭.৫৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৪৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৫ শতাংশ, শাশা ডেনিমসের ৬.১৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.৫১ শতাংশ, আইসিবির ৫.২২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.১২ শতাংশ, প্রইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬৯ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৪.৩৯ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












