১৯ অক্টোবর বিশ্বকাপ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩০ ২০:১৪:৪৩

টি-টোয়েন্টি বিশ্ব র্যাংকিংয়ে সেরা দশের বাইরে বাংলাদেশ। আর তাই সুপার-১২ খেলতে হলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের পার হতে হবে গ্রুপ পর্বের বাধা।
আগামী ২০২০ টি-টোয়ন্টি বিশ্বকাপের সেই গ্রুপিং ও সূচি গতকাল প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ আর শ্রীলঙ্কা গ্রুপ ‘এ’তে। বাছাই পর্ব পার হয়ে এ দুই গ্রুপে যোগ হবে সমান তিনটি করে দল। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু ১৯ অক্টোবর। বাছাই পর্ব পার হয়ে আসা তিন দলের একটির সঙ্গে প্রথম ম্যাচ হোবার্টের বেলেরিভ ওভালে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই একই ভেন্যুতে খেলবেন সাকিবরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের র্যাংকিং করা থাকে আগেই। এ জন্য বাংলাদেশ নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্স-আপ যা-ই হোক না কেন, সুপার-১২-তে পা রাখবে বি-১ হিসেবে। সে ক্ষেত্রে পরের রাউন্ডে যেতে পারলে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল।
২০১১ বিশ্বকাপ থেকে আইসিসিকে হতাশ করেনি ভারত-পাকিস্তান। তখন থেকে ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার দেখা হয়েছে দুই দলের। প্রতিটি ম্যাচে টিকিটের জন্য ছিল হাহাকার। তবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে নেই তারা। পাকিস্তান র্যাংকিংয়ে এক আর ভারত দুইয়ে থাকায় তাদের একই গ্রুপে রাখার উপায় ছিল না আইসিসির। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর গ্রুপ পর্ব থেকে আসা দুটি দল। গ্রুপ ‘বি’তে ভারতের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও গ্রুপ পর্ব থেকে আসা দুটি দল। ভারত-পাকিস্তানের দেখা হতে পারে শুধু সেমিফাইনাল বা ফাইনালে। অস্ট্রেলিয়া-পাকিস্তানের ম্যাচ দিয়ে সিডনিতে সুপার-১২ শুরু হবে ২৪ অক্টোবর। দুটি সেমিফাইনাল ১১ নভেম্বর সিডনি ও ১২ নভেম্বর অ্যাডিলেডে। বিশ্বকাপের ফাইনাল মেলবোর্নে ১৫ নভেম্বর।
অস্ট্রেলিয়ার সাতটি শহর হোবার্ট, জিলং, সিডনি, অ্যাডিলেড, মেলবোর্ন, পার্থ ও ব্রিসবেনে হবে ৪৫টি ম্যাচ। এটি টি-টোয়েন্টির সপ্তম বিশ্বসেরার আসর। আগে এর নাম ছিল ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, তবে এবার নাম বদলে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নামেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
নারীদের ২০২০টি-টোয়ন্টি বিশ্বকাপের সূচিও ঘোষণা করেছে আইসিসি। ২১ ফেব্রুয়ারি সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে হবে ফাইনাল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












