ইন্ট্রাকোর সাথে একীভূত হচ্ছে ৫ সহযোগী কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩১ ১৩:৫২:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের পরিচালনা পর্ষদ ৫ সহযোগী কোম্পানিকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন (আইআরএসএল) হচ্ছে মূল কোম্পানি। এই কোম্পানি ৫ সহযোগী কোম্পানির ৯৫% শেয়ারের মালিক।
কোম্পানিগুলো হচ্ছে- আবসার অ্যান্ড ইলিয়াস এন্টারপ্রাইজ লি., ইস্ট ইন্ড অটোমোবাইলস লি., এম হি অ্যান্ড কো. সিএনজি রিফুয়েলিং স্টেশন লি., গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লি. এবং নেসা অ্যান্ড সনস লি.।
কোম্পানিটি জানায়, আইআরএসএল ও ৫ সহযোগী কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে মার্জারের মাধ্যমে ইন্ট্রাকো রিফুয়েলিং সহযোগী কোম্পানিগুলোর সব অ্যাসেটস ও লাইবিলিটিজের দায়িত্ব নেবে।
এর ফলে আইআরএসএল কোম্পানিগুলোর ম্যানেজম্যান্ট খরচ ট্যাক্স সুবিধা ৩৫ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশে কমিয়ে আনবে। এছাড়াও এটি সহোযোগী কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশের ওপর দ্বিগুণ কর হার কমাবে।
আইআরএসল মার্জারের মাধ্যমে ৫ সহযোগী কোম্পানির সব শেয়ার ধারণ করবে। কোম্পানিটি বিএসইসি, শেয়ারহোল্ডারদের সম্মতি ও উচ্চ আদালতের অনুমতি নিয়ে মার্জারের কাজ সম্পন্ন করতে পারবে।
প্রসঙ্গত, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৭ কোটি ৮৭ লাখ ৫০ হাজার।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩৯ পয়সা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৩৬ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৫৪ পয়সা।
সান বিডি/এসকেএস