জমির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত সামিট পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-৩১ ১৩:৫৪:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ জমির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গাজীপুরের কোড্ডায় অবস্থিত ৮.৩৪ একর জমি সহযোগী কোম্পানি সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডকে হস্তান্তর করবে। এই জমি কোম্পানির বুক ভ্যালুতে হস্তান্তর করা হবে।

বর্তমানে জায়গাটিতে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম চলছে। জমিটি সামিট পাওয়ার ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য কিনেছিল।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ পাওয়ার প্লান্ট সংযুক্ত জমি হস্তন্তরের বিষয়টি অনুমোদন করেছে।

সামিট পাওয়ারের জমি হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৬ পয়সা।

এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির আয় হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৩০ পয়সা।

৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০ টাকা ৬৪ পয়সা।

সান বিডি/এসকেএস