নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সদর থানার পুলিশ। রোববার দুপুের তাদের আটক করা হয়। এ সময় লাঠি, রড, লোহার পাইপ ও ইট ভর্তি দু’টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার আলামিন মোল্যা (২৮), অনু মোল্যা (১৮), জামাল মোল্যা (৬০) ও ড্রাইভার মাসুদ রানা (৩০)। আটককৃতরা লোহাগড়ার রাজুপুরের একটি মারামারি মামলার আসামি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ১৭/১৮ জনের একটি দল দুটি মাইক্রোবাসে চড়ে আদালত চত্ত্বরে প্রবেশ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মাইক্রোবাস তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আটক আলামিন মোল্যা জানান, লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের চুন্নু শেখ গ্রুপের সাথে তাদের শত্রুতা চলে আসছিল। এর জের ধরে কিছু দিন আগে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে সেই ঘটনায় মামলা হয়। রবিবার আলামিন গ্রুপের লোকজন আদালতে হাজিরা দিতে আসলে পথে তাদের ওপর আক্রমন করবে বলে চুন্নু গ্রুপের শওকত শেখ মোবাইলে হুমকি দেয়। আত্মরক্ষার জন্য তারা লাঠি, লোহার রড নিয়ে এসেছিল।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আদালত চত্বরে অরাজকতা সৃষ্টি করার জন্য আটককৃতরা জড়ো হয়েছিলেন। একটি মামলার বাদী পক্ষ ও তার আইনজীবীদের হুমকি প্রদান করে আসছিলো এই পক্ষটি। এ ঘটনায় অন্যরা জড়িত থাকলে তাদেরও আটক করা হবে। এ ঘটনার পর থেকে নড়াইল আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ/সিহাব