নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফুলদী এলাকা থেকে গতকাল রোববার এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, উপজেলার বারদী ইউনিয়নের বারদী-মোগরাপাড়া সড়কের পাশে ফুলদী এলাকায় একটি ঝোপের মধ্যে অর্ধগলিত যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পরনে ছিল কালো রংয়ের জিন্সের প্যান্ট ও সাদা কালো রংয়ের গেঞ্জি। তিনি আরো জানান, নিহতের বাম হাতের একটি আঙ্গুল কাটা ছিল। ধারনা করা হচ্ছে কয়েক দিন পূর্বে ওই যুবককে হত্যা করে তার লাশ এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সানবিডি/ঢাকা/রাআ