সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উনাইটেড পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০২ ০৮:৫১:২০
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে উনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ইউনাইটেড পাওয়ারের ১৯৩ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬০ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকার। অর্থাৎ বিদায়ী সপ্তাহে ইউনাইটেড পাওয়ারের লেনদেন ৩২ কোটি ১৯ লাখ ১৩ হাজার টাকার বা ২০ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬২ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকার লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের এবং ১৩৩ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন হলে তৃতীয় স্থানে উঠে আসে গ্রামীণফোন।
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ১২৯ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৮২ কোটি ৩৭ লাখ ৫১ হাজার টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৭৮ কোটি ৯৫ লাখ ২৬ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৭২ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ৭১ কোটি ৪৪ লাখ ১১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬৩ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার এবং বিবিএস কেবলসের ৬৩ কোটি ৩২ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস