সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় ছয় বছর আগে শীর্ষ অবস্থানে উঠে এসেছিল চীন। এর পর থেকে শীর্ষ অবস্থানের সে ধারা বজায় রেখেছে দেশটি। এ ধারাবাহিকতায় সর্বশেষ ২০১৮ সালে চীনে মূল্যবান ধাতুটির চাহিদা আগের বছরের তুলনায় সাড়ে ৫ শতাংশের বেশি বেড়ে ১ হাজার ১৫০ টন ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) গোল্ড ডিমান্ড ট্রেন্ডস শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে চীনে স্বর্ণের সম্মিলিত চাহিদা ছিল ১ হাজার ১৫১ দশমিক ৪৩ টন, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭৩ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে টানা ছয় বছর শীর্ষ স্বর্ণ ব্যবহারকারীর বৈশ্বিক তালিকায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দেশটি।
এদিকে গত বছর চীনের খনিগুলোয় সব মিলিয়ে ৪০১ দশমিক ১২ টন স্বর্ণ উত্তোলন হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮৭ শতাংশ কম। উত্তোলন কমলেও টানা এক যুগ শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশের মর্যাদা অক্ষুণ্ন রেখেছে চীন।