টসে জিতে ব্যাট করছে কুমিল্লা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৯-০২-০২ ১৩:৫০:২৪

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে অধিনায়ক ইমরুল কায়েস। তবে ম্যাচের জয়ী দল টেবিলের শীর্ষে থেকে খেলতে নামবে সুপার ফোরে।
দুই দলের প্রথম সাক্ষাতে রংপুরের বোলারদের কাছে পাত্তাই পায়নি কুমিল্লা। মাশরাফি একাই ৪ উইকেট নিলে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে গিয়েছিল কুমিল্লা। ৯ উইকেটের বড় জয় পেয়েছিল রংপুর।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস, লিয়াম ডসন, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, আবু হায়দার রি, ওয়াকার সালামখেইল, সঞ্জিত সাহা এবং ওয়াহাব রিয়াজ।
রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, শহীদুল ইসলাম এবং মিনহাজুল আবেদিন আফ্রিদি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












