সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে মেঘনা পেট
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-০২ ১৫:১৫:৫০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল। এ ফান্ডটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬.২৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭০ লাখ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৭৩ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া পতন থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং মিলস, ম্যাকসনস স্পিনিং মিলস, এসিআই, মাইডাস ফাইন্যান্সিং ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
সান বিডি/এসকেএস