ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বীমা খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া ৩৪৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে প্রভাতি ইন্স্যুরেন্সের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৪.৫১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়া ইন্স্যুরেন্সের ৪৬.৭৪ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ২৬.৭০ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ২৪.৫১ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ২১.৯৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ২১.৬৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৮.০৩ শতাংশ, মুন্নু সিরামিকের ১৬.৬৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৪.৪১ শতাংশ ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সান বিডি/এসকেএস