৫৩ কোটি টাকার কাজ পেয়েছে বিবিএস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৩ ১৩:৩৮:৩৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলোদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) তালিসম্যান শাটোরিয়াল লিমিটেডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটির মধ্যে প্রায় ৫৩ কোটি ১৩ লাখ টাকার চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় বিবিএস তালিসম্যান শাটোরিয়ালের কারখানা ভবন নির্মাণ করবে। এটি ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনো (ডিইপিজেড) এ অবস্থিত।
উল্লেখ্য, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৯১ পয়সা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির আয় হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৪২ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৭৩ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













