হল্টেড ৫ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ১৩:৪১:৪৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এমারাল্ড অয়েল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং দেশ গার্মেন্টস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১টার দিকে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৪৯ হাজার ৫৭৩টি শেয়ার ২৩.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ২.১০ টাকা বেড়ে সর্বশেষ ২৩.২০ টাকায় লেনদেন হয়।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ক্রেতার ঘরে ২ লাখ ৯২ হাজার ৭৮৬টি শেয়ার ১৫৫.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ১৪.১০ টাকা বেড়ে সর্বশেষ ১৫৫.৮০ টাকায় লেনদেন হয়।

এমারাল্ড অয়েলের ক্রেতার ঘরে ২ লাখ ২৪ হাজার ৫২৩টি শেয়ার ২৪.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৬৯ শতাংশ বা ২.২০ টাকা বেড়ে সর্বশেষ ২৪.৯০ টাকায় লেনদেন হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১৪ লাখ ৯১ হাজার ৮৫৬টি শেয়ার ২৭.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৬৩ শতাংশ বা ২.৪০ টাকা বেড়ে সর্বশেষ ২৭.৭০ টাকায় লেনদেন হয়।

দেশ গার্মেন্টসের ক্রেতার ঘরে ১১ হাজার ৮০২টি শেয়ার ২৫৭.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৮.৭৪ শতাংশ বা ২০.৭০ টাকা বেড়ে সর্বশেষ ২৫৭.৫০ টাকায় লেনদেন হয়।

সান বিডি/এসকেএস