নগদ লভ্যাংশ পাঠিয়েছে হামিদ ফেব্রিক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ১৩:৪৮:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনওসিএফপিএস) ৩৯.৩৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১.৬৯ টাকা।
সান বিডি/এসকেএস