সূচকের সাথে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৩ ১৫:২৬:০৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৩পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৭টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। আজ ডিএসইতে ৯৮৪ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯২ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯১ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর। আর ৩৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস