সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই ) ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২২ লাখ ২৮ হাজার ৭২৫টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এসব শেয়ারের মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ৫ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যাকসন্স স্পিনিংয়ের। কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯৮ লাখ ৮৯ হাজার টাকার মুন্নু সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।
এছাড়া ব্র্যাক ব্যাংকের ৬২ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৭ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণফোনের ৭৮ লাখ ৬০ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৫৫ লাখ ৯৯ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ১৩ লাখ ২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৪ লাখ ১২ হাজার টাকার, সিমটেক্সের ২৯ লাখ ৪৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস