লেনদেনের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ১৭:৩৯:৪৮
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩ হাজার ৬৪০ বারে ৪৮ লাখ ৪৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির ৫০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির ১৩ লাখ ৭ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন করে।
লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।
সান বিডি/এসকেএস