শেয়ার দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ১৭:৪৫:০৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১৫৪ বারে ৬ লাখ ৬৯ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৫৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ৩ হাজার ৬৪০ বারে ৪৮ লাখ ৪৫ হাজার ১৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ কোটি ২৩ লাখ টাকা।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৬৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ৭৭৭ বারে ১৯ লাখ ৮৮ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, দেশ গার্মেন্টস, আনলিমা ইয়ার্ন, লিবরা ইনফিউশন ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সান বিডি/এসকেএস