আইসিএসবি কোর্সের ৪৩ তম ব্যাচের উদ্বোধন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৪ ১৫:৩৬:১২


ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৪৩ তম চার্টার্ড সেক্রেটারীজ কোর্স ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার, ফেব্রুয়ারি ০২, ২০১৯ তারিখ ইনস্টিটিউটের ক্যাম্পাস ১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, পদ্মা লাইফ টাওয়ার (৭ তম তলা), বাংলামোটরে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ্, এফসিএস অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ সেলিম রেজা, এফসিএস, এফসিএ অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া ছাত্রদের স্বাগত জানান। তিনি আইসিএসবি এর ২১ বছরের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা তুলে ধরেন।

মোঃ আনোয়ার হোসেন চৌধুরী এফসিএস, এফসিএ, চেয়ারম্যান, পরীক্ষা কমিটি, সংক্ষিপ্তভাবে সিএস কোর্সের ক্লাস এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য পরামর্শ দেন। সেলিম আহমেদ এফসিএস, কাউন্সিল সদস্য, আইসিএসবি, সদ্য ভর্তি হওয়া ছাত্রদের তাদের জীবনের নতুন পদক্ষেপে স্বাগত জানান এবং একজন সফল চার্টার্ড সেক্রেটারি হতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য পরামর্শ দেন।

মোহাম্মদ সানাউল্লাহ্ এফসিএস নতুন ভর্তিকৃত ছাত্রদের স্বাগত জানান এবং শিক্ষাগত উৎকর্ষতা, ব্যক্তিগত মূল্যবোধ ও পেশাদারিত্ব অর্জনের গুরুত্ব আরোপ করেন। তিনি তাঁর বক্তৃতায় কর্মক্ষেত্রে শ্রেষ্ঠতার সাথে কাজ করার জন্য সৃষ্টিশীলতা ও নতুনত্ব আনয়নের উপর জোর দেন। তিনি চার্টার্ড সেক্রেটারীদের ভূমিকা এবং কর্পোরেট ব্যবস্থাপনায় নতুন প্রজন্মদের থেকে কর্পোরেটদের প্রত্যাশা সম্পর্কে আলোচনা করেন ।

চার্টার্ড সেক্রেটারী পেশাকে কর্পোরেট ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং, আকর্ষনীয় এবং সন্মানজনক পেশা হিসাবে আখ্যায়িত করেন এবং এর ব্যপ্তি দেশে ও বিদেশে ব্যাপক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা প্রশ্ন – উত্তর পর্বে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা সিএস কোর্স এবং পেশা সংক্রান্ত বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন করেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার প্রশংসা করেন। আইসিএসবি প্রেসিডেন্ট তাদের প্রশ্নের উত্তর দেন ও বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন। নাজমুল করিম এফসিএস ট্রেজারার, আইসিএসবি অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।