শেয়ার দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ১৭:৫৩:০১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮০ পয়সা বা ৮.৭৯ শতাংশ কমেছে।কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৩০ পয়সা বেচাকেনা হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা বেচাকেনা হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৮.৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৭০ টাকা দরে বেচাকেনা হয়েছে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, হাক্কানি পাল্প, অগ্রণী ইন্স্যুরেন্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং, রেনউইক যজ্ঞেশ্বর ও নর্দার্ণ ইন্স্যুরেন্স জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সান বিডি/এসকেএস