রিজার্ভ চুরির মামলা নিষ্পত্তিতে সময় লাগবে তিন বছর

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৩ ১৮:৪৮:৩০


বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরির মামলা নিস্পত্তি হদে সময় লাগবে তিন বছর। তবে এর আগে সমাধান হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমাউল হোসেন কিউজি। রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বিকেলে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, বিএফআইইউর পরামর্শক দেবপ্রসাব দেবনাথ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনজীবী আজমাউল হোসেন বলেন,‘যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের (ফেড) সঙ্গে মামলার বিষয়ে চুক্তি হয়েছে। তারা মামলার জন্য বিভিন্ন নথি, তথ্য সরবারহ সহ সাক্ষী দেবে। ১০৩ পৃষ্ঠার মামলায় ১৫ জন বিশিষ্ট ব্যক্তি, ৭টি প্রতিষ্ঠান ও ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।’ এই মামলা নিস্পতিত্তে সময় লাগবে তিন বছর। তবে এই সময় কমতে বা বাড়তে পারে। সেটি নির্ভর করবে বিভিন্ন পরিস্থিতির উপর।

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে, এই পর্যন্ত এ বিষয়ে প্রায় ৩ কোটি টাকার মতো খরচ হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফটের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক্টড করে পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনও ফেরত আসেনি ছয় কোটি ৬৪ লাখ ডলার।