ইউনাইটেড পাওয়ারের সব সূচকেই প্রবৃদ্ধি; সুযোগ আছে আরও গ্রো করার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৩ ২২:৪৮:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন্স লিমিটেডের প্রথম আর্ধে সব সূচকে প্রবৃদ্ধি হয়েছে। এটি আরও প্রদ্ধির সুযোগ আছে বলে জানিয়েছে গ্রুপটির চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। তবে এর জন্য বাজার আমাদেরকে সাপোর্ট করতে হবে।

আজ রোববার ইউপিজিডির প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে প্রথম বারের মতো অনলাইনে আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান করেছে কোম্পানিটি। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইবাদত হোসেন ভূইয়া, কোম্পানি সচিব বদরুল হক খান, হেড অব একাউন্স মহিবুল ইসলাম পাটোয়ারী এবং ম্যানেজার রাহাত কামাল।

হাসান মাহমুদ রাজা বলেন, এখন পর্যন্ত যা আছে, আশা করছি আগামীতে আরও ভালো হবে। তবে এর জন্য মার্কেট সাপোর্ট করতে হবে। অন্যথায় সম্ভব নয়। তিনি বলেন, আমরা অবশ্যই চেষ্টা করবো একটি কোম্পানির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করতে। যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। বিগত দিনে আমাদেও লভ্যাংশের যে ধারা ছিলো, আগামীতেও এটি অব্যাহত রাখার চেষ্টা করবো। তবে এই বিষয়ে ইমোশনাল না হয়ে প্রফেশনাল হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা ৪শ মেগাওয়ােেটর একটি নতুন পাওয়ার প্লান্ট নিয়ে কাজ করছি এবং আরও ৭শ মেগাওয়াট দুই-তিন মাসের মধ্যে সই করবো বলে আশা করছি। সব মিলিয়ে ইউনাইটেড গ্রুপ আরও অনেক বেশি গ্রো করার সুযোগ আছে।

কোম্পনির আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডাদের কাছে তুলে ধরেন সিএফও ইবাদত হোসেন ভূইয়া। এ সময় তিনি বলেন, গত ছয় মাস এবং সর্বমেষ প্রান্তিকে আমাবের রেভিনিউ,নেট মুনাফা, ইপিএস এবং এনএভিসহ সব সূচকে প্রবৃদ্ধি হয়েছে।
তিনি বলেন, (জুলাই-ডিসেম্বর’১৮) ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৫ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭০ টাকা ৩৮ পয়সা। এককভাবে এনএভি ৩১ টাকা।

ইবাদত হোসেন ভূইয়া বলেন, ৬ মাসে ইউপিজিরি রেভিনিউ প্রবৃদ্ধি হয়েছে ৯৮ শতাংশ। আর নেট মুনাফা বেড়েছে ৭০ শতাংশ, এনএভি বেড়েছে ৯৬ শতাংশ, ইপিএস বেড়েছে ৬৬ দশমিক ৮০ শতাংশ এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে ৮৬ শতাংশ।
৩ মাসে ইউপিজিরি রেভিনিউ প্রবৃদ্ধি হয়েছে ৯৫ শতাংশ। আর নেট মুনাফা বেড়েছে ৭১ শতাংশ, এনএভি বেড়েছে ৯৬ শতাংশ, ইপিএস বেড়েছে ৬৭ শতাংশ এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে ১৫২ শতাংশ।

সিএফও বলেন, প্রবৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে উল্লেযোগ্য কারণগুলোর মধ্যে প্রথমটি ইউনাইটেড পাওয়ার মাল্টি ইউলিটি সার্ভিস দিয়ে থাকে। এর মধ্যে জেনারেশন,ডিস্ট্রিবিউশন এবং নিজস্ব লাইন দিয়ে প্রাইভেট কোম্পানিতে আমরা লাইন দিয়ে থাকি। অন্যদিকে ইউপিজিডি হলো অন্য আইপিপি থেকে আলাদা একটি কোম্পানি।

তৃতীয় হলো ইউনাইটেড পাওয়ার একমাত্র কোম্পানি যারা নিজেদেও পছন্দ মতো গ্রহক বেছে নিতে পারে। একই সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠান ১৫ বছরের জন্য কর মুক্ত, অন্যান্ন আয়ে কর মুক্ত,শেয়ার হস্তান্তরে কর মুক্ত এবং আমাদের এই কোম্পানির গত কয়েক বছর যাবত কোনো ঋণ নেই।
তিনি আরও বলেন, আমরা ব্যবসা সম্প্রসারণ করছি। একই সঙ্গে আমরা তিনটি কোম্পানি অধিগ্রহণ করেছি। ইউনাইটেড পাওয়ার বেপজার পাশাপাশি অন্য কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করতে পারে।