সূচক বাড়লেও কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৪ ১৫:১৬:০৮
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেসে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৮ পয়েন্টে।
লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৫৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪২টির।
ডিএসইতে ৮৮৯ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৫ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৮৪ কোটি টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৩৭ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। আর ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস