ব্লক মার্কেটে লেনদেন সাড়ে ২১ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৪ ১৬:০৯:৩২
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি প্রতিষ্ঠানের সাড়ে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩১ লাখ ৬৭ হাজার ২৬০টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এসব শেয়ারের মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির ৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে ইফাদ অটোসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ লাখ ১৫ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ টাকার, ডাচবাংলা ব্যাংকের ৮ লাখ ৯৭ হাজার টাকার, ইবনে সিনার ৪০ লাখ ৫০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ৮০ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৬১ লাখ ২১ হাজার টাকার, নাভানা সিএনজির ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১ কোটি ২০ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৩৫ হাজার টাকার, সায়হাম কটনের ৭৭ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩০ লাখ ১৪ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৯৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস