শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না এমারেল্ড অয়েল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৫ ১১:১০:৫৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড কর্তৃপক্ষ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৪ ফেব্রুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। গত ৩০ জানুয়ারি এমারেল্ড অয়েলের শেয়ার দর ছিল ২১ টাকা ৩০ পয়সা। ৪ ফেব্রুয়ারি ২৬ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২৮ দশমিক ৪২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারদের ১২.৭৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৮ দশমিক ৮৫ শতাংশ
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













