
ভুয়া অ্যাকাউন্টের মতো ফেইসবুকে ভুয়া তথ্য ছড়ানোর হারও অনেক বেশি। অপপ্রচারের কারণে মানুষ স্বাস্থ্যগত দিক দিয়েও ঝুঁকিতে রয়েছে।গবেষণা প্রতিষ্ঠান হেলথ ফিডব্যাক জানিয়েছে, ফেইসবুকে স্বাস্থ্য সংক্রান্ত যেসব লেখা প্রচার করা হয় তার বেশির ভাগই ভিত্তিহীন। ২০১৮ সালে ফেইসবুকে প্রচার করা গড়ে ১০ টি স্বাস্থ্য প্রতিবেদনের মধ্যে ৭ টিই মিথ্যা বা বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে ছাড়ানো খবরগুলো শেয়ার করা হয়েছে এক কোটি ১০ লাখ বার। ভুয়া বা বিভ্রান্তিকর খবর শেয়ার হওয়ার পরিমাণ এক কোটি ২৩ লাখ বার।শুধু ফেইসবুকের লেখা নয়, নামি দামি পত্রিকার প্রতিবেদনেও ভুল তথ্য পাওয়া গেছে।গবেষণার জন্য বেছে নেওয়া হয় টিকা, রোগ, স্বাস্থ্য, ভাইরাস ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে লেখা প্রতিবেদনগুলোকে। এর মধ্যে সবচেয়ে বেশি বার শেয়ার করা হয়েছে রোগ, রোগের চিকিৎসা, টিকা, খাদ্য ও পুষ্টি বিষয়ক লেখা।টিকা সম্পর্কে লেখা সব প্রতিবেদনই প্রায় নির্ভুল ছিলো। সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে খাদ্য ও পুষ্টি নিয়ে।
বেশ কয়েক বারই ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর ব্যাপারে ফেইসবুক অভিযান চালিয়েছে। কিন্তু বরাবরই তাদের মূল লক্ষ্য ছিল ভুয়া রাজনৈতিক খবর সরানো। এখন ভুয়া স্বাস্থ্যগত তথ্য সরানোরও সময় হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।