ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৫ ১৬:৫৫:৫৯
পুঁজিবাজারের তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৭৪ তম সভায় এই বন্ড অনুমোদন দিয়েছে।
বিএসইসি সূত্র মতে, এই বন্ডে মাধ্যমে তুলা টাকা দিয়ে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক টাইয়ার টু ক্যাপিটাল ব্যস শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লক্ষ টাকা।
বন্ডটির ফুল রিডেম্পবল নন কনভারটেবল মুরদাবা সাবঅর্ডিনেটেড। এর মেয়াদ হবে বন্ড নামে ৭ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- নন কনভারটেবল, ফুল রিডেম্পবল, আন সিকিউরেটড, আন লিস্টিং সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানীসমূহ, কর্পোরেটস প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













