শেয়ার দর বৃদ্ধির শীর্ষে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৫ ১৭:০২:১২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৬০.১০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৬৪.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৬.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসের ৬.১৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬.১৬ শতাংশ, ম্যারিকোর ৫.৪২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ, বিডি অটোকার্সের ৫.০৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৩৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪.১২ শতাংশ, গ্লাক্স্যোস্মিথ ক্লাইনের ৩.৮৩ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ৩.৮০ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস