‘ঝরা পাতার কাব্য’ নিয়ে আসছেন বন্যা-ইরফান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৫ ২০:২৩:৪৩

প্রথমবারের মত একসঙ্গে নাটকে অভিনয় করেছেন বন্যা মির্জা ও ইরফান সাজ্জাদ । ফেদারম্যান মিডিয়া প্রযোজিত নাটকটির নাম ‘ঝরা পাতার কাব্য’। ৪৩ মিনিট দীর্ঘ এই নাটকের চিত্রনাট্য করেছেন রিয়াদ শিমুল।
দীর্ঘদিন বহু নাটকের অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন বন্যা মির্জা। জাহিদ হাসান, মীর সাব্বির, মাহফুজ আহমেদ, টনি ডায়েস, তৌকীর আহমেদের মতো অভিনেতাদের বিপরীতে অসংখ্য নাটকে তিনি অভিনয়ের বৈচিত্রতা নিয়ে হাজির হয়েছেন।
অন্যদিকে এ প্রজন্মের আলোচিত একজন অভিনেতা ইরফান সাজ্জাদ। একটি রিয়েলিটি শোয়ের হাত ধরে শোবিজে যাত্রা করেন তিনি। এরপর থেকে তিনি সুনামের সঙ্গেই কাজ করে যাচ্ছেনবিজ্ঞাপন, নাটক-টেলিফিল্ম ও চলচ্চিত্রে।
ওয়াহিদ পলাশ পরিচালিত নাটকটিতে চমৎকার দুটি চরিত্রে হাজির হবেন বন্যা ও ইরফান। তাদের সঙ্গে আরও দেখা যাবে নতুন প্রজন্মের তাসনিয়া ফারিন ও জুবায়েরকে।
‘ঝরা পাতার কাব্য’ নাটকটি আগামী ৮ ফেব্রুয়ারি এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ।
নাটকটির নির্মাতা জানান, এই নাটকের জন্য তৈরি করা হয়েছে একটি গান। সেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবি ও রুমন। ওয়াহিদ পলাশের কথায় গানটিতে সুরারোপ করেছেন রুমন ও সংগীত পরিচালনা করেছেন পার্থিব।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













