৪৪.৯০ টাকায় জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৬ ১১:০৯:২৯


জেনেক্স ইনফোসিসের প্রথম লেনদেন ৪৪ টাকা ৯০ পয়সায় শুরু হয়েছে। আজ বুধবার পুঁজিবাজারে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইতে কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে। এসময়ে শেয়ারটির দর ৪০ টাকা ১০ পয়সা বা ৪০১ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ধরনের মার্ঝিণ ঋণ না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএসইসি। আজ থেকে আগামী ৩০ দিন কোনো ঋণ দিতে পারবে না স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও মানেজাররা।

প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩  পয়সা। আর আইপিওর আগে কোম্পানির ইপিএস ছিল ৯৭ পয়সা।

একই সময় কোম্পানির মুনাফা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা। আগের বছর একই কোম্পানির মুনাফা ছিল ৬ কোটি টাকা।

এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) আইপিওর পরে কোম্পানির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আইপিওর আগে আয় ছিল  ৪৭ পয়সা।

৩১ ডিসেম্বর শেষে আইপিও পরবরর্তী কোম্পানির এনএভি হয়েছে ১৫ টাকা ২৫ পয়সা।

সান বিডি/এসকেএস