হল্টেড দুই বিমা কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৬ ১২:২৫:০০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর সাড়ে ১১টার দিকে সোনারবাংলা ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৪ লাখ ৪৫ হাজার ২৭৬টি শেয়ার ৪৪.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ৪ টাকা বেড়ে সর্বশেষ ৪৪.৪০ টাকায় লেনদেন হয়।

এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ২ লাখ ৪৭ হাজার ৮১৮টি শেয়ার ৩৫.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ৩.২০ টাকা বেড়ে সর্বশেষ ৩৫.৭০ টাকায় লেনদেন হয়।

সান বিডি/এসকেএস