লেনদেনের প্রথম দিনে জেনেক্সের দর বাড়ল ৪৫৯ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৬ ১৫:২২:২৩

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া কোম্পানি জেনেক্স ইনফোসিসের বুধবার সকাল সাড়ে ১০টায় দেশের আনুষ্ঠানিকভাবে শুরু হয় লেনদেন। আর লেনদেনের প্রথম দিনেই ৪৫৯ শতাংশ মুনাফা পেয়েছেন এ কোম্পানির বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১০ টাকা মূল্যের কোম্পানির শেয়ার দর আজ ৪৪.৯০ টাকায় ওপেন হলেও সর্বশেষ লেনদেন হয় ৫৫.৯০ টাকায়।সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে টাকা ৪৫.৯০ বা ৪৫৯ শতাংশ। দিনভর এ কোম্পানির শেয়ার দর ৪৪ টাকা থেকে ৫৯ টাকায় ওঠানামা করে ৫৬.৫০ টাকায় ক্লোজিং হয়। দিনশেষে এ কোম্পানির ৮১ লাখ ৫০ হাজার ২৬টি শেয়ার মোট ১৫ হাজার ৮১১ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ৪১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকা।
এদিকে দিনশেষে সিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার দর বেড়েছে ৪৪.৮০ টাকা বা ৪৪৮ শতাংশ। দিনভর এ কোম্পানির শেয়ার দর ৪৩.৩০ টাকা থেকে ৫৮ টাকা পর্যন্ত ওঠানামা করে এবং সর্বশেষ লেনদেনটি হয় ৫৪.৮০ টাকায়। দিনশেষে এ কোম্পানির মোট ২৬ লাখ ৩ হাজার ৫০৭টি শেয়ার মোট ৬ হাজার ১৭৬ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ১২ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৬৮৩ টাকা।
এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ট্রেডিং কোড “GENEXIL”। আর কোম্পানি কোড হচ্ছে 22650। চট্রগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) কোম্পানি কোড হচ্ছে 24011।
এদিকে, ২০১৮-২০১৯ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর ২০১৮ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। আইপিওর পরে ইপিএস হয়েছে ০.৩৬ টাকা।
এই সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৩ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।
এদিকে ২০১৮-২০১৯ হিসাব বছরের অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর’১৮) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ০.৯৭ টাকা। আইপিওর পরে ইপিএস হয়েছে ০.৯৮ টাকা।
এই সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৬ কোটি ৮ হাজার টাকা।
৩১ ডিসেম্ববর ২০১৮ সাল পর্যন্ত সমন্বিতভাবে কোম্পনির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৯৫ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাড়াঁয় ১৫.২৫ টাকা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













