‘ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’এর বর্ণাঢ্য শোভাযাত্রা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৬ ১৫:২৪:৩৭


বিশ্ব ক্যান্সার দিবস ২০১৯ উপলক্ষে ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করা বাংলাদেশের স্বনামধন্য মানবিক সংগঠন ‘ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’ সম্প্রতি  এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। বিশ্ব ক্যান্সার দিবস ২০১৯ এর শোভাযাত্রায় স্কাউট, রোভার, গার্লস গাইড সহ বিভিন্ন পেশাজীবী, সমাজ সেবা সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। বিশ্ব ক্যান্সার দিবস ২০১৯ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “I am and I will”.

উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশন এর মহাসচিব এডভোকেট কামাল হোসেন। শোভাযাত্রায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবির।

প্রধান অতিথি শোভাযাত্রায় সবার উদ্দেশ্যে বলেন, এখন সময় এসেছে ক্যানসারকে প্রতিরোধ করার তিনি ক্যান্সারে ভয়াবহতা সম্পর্কে সবাইকে অবগত করেন এবং ক্যান্সার সচেতনতায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন।

শোভাযাত্রায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির বলেন ক্যান্সার সচেতনতায় মাধ্যমে আমরা ক্যানসারকে রুখে দিতে পারি। সকল প্রকার তামাকজাত দ্রব্য বর্জন,নিয়মিত শরীরচর্চা, নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে এবং আমাদের জীবনযাত্রার কিছুটা পরিবর্তন এনে আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি। শোভাযাত্রা থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য বিষমুক্ত নিরাপদ রাখতে হবে এবং সেই সাথে সকল প্রাণী খাদ্য নিরাপদ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ তথা সারা বিশ্ব এখন ভয়ংকর ক্যান্সার ঝুঁকির সম্মুখীন, আমাদের এখনই উচিত এর বিরুদ্ধে সর্বস্তরে সচেতনতা গড়ে তোলা। এখানে উল্লেখ্য ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সংগঠন, স্কাউট সমাবেশে নিয়মিত ক্যান্সার সচেতনতা কার্যক্রম করে আসছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ  নিয়মিত সচেতনতা মূলক পোস্ট প্রচার করে আসছে।