শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৬ ১৬:৩২:০৩
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছ, মঙ্গলবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩৯ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪২.৯০ টাকায়। অর্থাৎ আজ ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে সোনার বাংলা ইন্স্যুরেন্স। মঙ্গলবার এ কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাঁড়ায় ৪৪.৪০ টাকায়। অর্থাৎ আজ সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।
শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৮৫ শতাংশ বাড়লে তৃতীয় স্থানে উঠে আসে এশিয়া ইন্স্যুরেন্স। বুধবার কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দাঁড়ায় ৩৫.৭০ টাকা। মঙ্গলবার এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩২.৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৮.৮৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮.৬৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.৭১ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.২২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.২০ শতাংশ, সুহৃদের ৬.২০ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.০৬ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস