আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে ভারতের কলকাতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরু হতে যাওয়া এই উৎসবটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে প্রদর্শিত হবে ‘জন্মভূমি-দ্য বার্থ ল্যান্ড’ ছবিটি। এটি পরিচালনা করেছেন প্রসূন রহমান।
বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত ছবিটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। গত বছরের ১৪ ডিসেম্বর ‘জন্মভূমি’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ছবিটি সবশেষ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে । ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে।
বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে জন্মভূমি চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে ।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সরকার ও তাদের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী গর্ভবতী ছিলেন এবং অনেকে মিয়ানমার আর্মি দ্বারা ধর্ষিত হন। বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ের জন্য কুতুপালংয়ে শরণার্থী শিবির তৈরি করে দেয়। তাদের এখন একটাই স্বপ্ন- নিজেদের জন্মভূমিতে ফিরে যাওয়া। এমন একটি গল্পেই নির্মিত হয়েছে ছবিটি।