ক্যানসারে আক্রান্ত, তাই বিয়ে করলেন পুতুলকে
প্রকাশ: ২০১৫-১১-০৮ ২৩:০২:৩৩

ক্যানসার আছে, তাই পুতুকে বিয়ে করলেন তিনি। তিনি হলেন একজন ২৮ বছর বয়সী বেজিং পুরুষ। নিজে একটি মরণব্যাধিতে ভুগছেন। তাই বিয়ে করে নিজের বিধবা বউকে পৃথিবীতে একা রেখে যেতে চান না তিনি। তাই বিয়ের সখ মেটালেন পুতুলকে বিয়ে করে।
পুতুলটি তৈরি রাবার দিয়ে। যা কখনই ভেঙে যাবে না বা নষ্ট হবে না। জীবন্ত মেয়ের মতোই দেখতে পুতুলটিকে। তাকে কনের মতো সাজিয়ে বিয়ে করলেন এই বেইজিং পুরুষটি। বিবাহ সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে ফটোও তুললেন তিনি। নিজের বউয়ের মতোই আচরণ করলেন পুতুলের সঙ্গে।
নিজে ক্যানসারে মারণ রোগে ভুগছেন। তাই নষ্ট করতে চাননি কারোর জীবন। আর হয়ত কয়েক দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন তিনি। তাই কোনও জীবন্ত মেয়ে বিয়ে না করে পুতুলকেই বিয়ে করে নিলেন। বিয়ের সমস্ত প্রথাও ঠিক মতোই পালন করলেন তিনি।
প্রকাশ্যে আসার পর ঘটনাটি রীতিমত সংবেদনশীল হয়ে ওঠে চিনের সমস্ত স্থানে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













