ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৭ ১৫:২০:৩৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এইদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, দর কমেছে ১৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৭৭২ কোটি ৯৭ লাখ ৮ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।
সিএসইতে ২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস