ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৭ ১৮:২৫:০৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৩ কোম্পানির মোট ১২ লাখ ৫৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৩৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট এক লাখ ২৫ হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৬ লাখ টাকা।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড। কোম্পানির ২৬ হাজার ১৬৩টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৯২ লাখ টাকা।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির এক লাখ ৭৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, আইডিএলসি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, সমতা লেদার কমপ্লেক্স, শাহজিবাজার পাওয়ার ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সান বিডি/এসকেএস