ফের ইনজুরিতে সাকিব, যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৯ ১২:১২:৪৮


নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। আঙ্গুলের ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ খেলা হচ্ছে না তার।

বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  তাকে ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।  শুক্রবার বিবিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ব্যাট করার সময় আঙ্গুলে ব্যথা পান সাকিব। রাতে সে ব্যথা আরও তীব্র হয়।

১৩ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেল আছে।