সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন ৬১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৯ ১৫:৩৭:১৬


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির ৬১ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় ব্লকে মোট ৬ লাখ ৪৩ হাজার ৫৮৪টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন। ব্লকে কোম্পানির মোট ৭ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এসময় ব্লকে মোট ১ লাখ ৯৫ হাজার শেয়ার লেনদেন হয়।

আর তৃতীয় অবস্থানে রয়েছে গ্লাক্স্যো স্মিথ ক্লাইন। ব্লকে কোম্পানির মোট ৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এসময় ব্লকে মোট ৪১ হাজার শেয়ার লেনদেন হয়।

এছাড়া ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-  ব্র্যাক ব্যাংকে ৫ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার, মুন্নু জুট ম্যানুফ্যাকচারিংয়ের ১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ৩৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৬১ লাখ ২ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৭২ লাখ ৫১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৩৫ লাখ ৩৫ হাজার টাকার, নাভানা সিএনজির ৩ কোটি ১০ লাখ ৪৯ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১ কোটি ৩৫ লাখ টাকার, সায়হাম কটনের ৮৮ লাখ ৭৬ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৯৮ লাখ ২ হাজার টাকার।

সান বিডি/এসকেএস