সপ্তাহজুড়ে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৯ ১৫:৪৬:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ ঘোষণা করেছে। এগুলো হলো: প্রাইম ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, আরএকে সিরামিক এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ইন্স্যুরেন্স:
প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ২.১৭ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৮৮ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.০৮ টাকা ঋণাত্মক।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১১টায় হোটেল পূর্বানী, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ডেল্টা ব্র্যাক হাউজিং:
ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৬০ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ৭.৭৯ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১.৩৬ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১০.৯০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়া, গুলশানে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ মার্চ নির্ধারন করা হয়েছে।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থ বছরের জন্য সাড়ে ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে এ ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ০.৯৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১.১৭ টাকা। এছাড়া, ফান্ডটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.০২ টাকা ঋণাত্নক, যা আগের বছর একই সময়ে ছিল ০.২৫ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের ফান্ডটির ক্রয়মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৭.৮৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৭.৬১ টাকা। আর বাজার মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১১.৫২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ১৩.২৮ টাকা।
আরএকে সিরামিকস:
আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.২৯ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ২.৬২ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৯৭ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১.৪৬ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারন করা হয়েছে।
সান বিডি/এসকেএস