শেয়ার দর পতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১০ ১৬:৩০:৪৬
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮২ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪১১ বারে ১৮ লাখ ৮৬ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন করে।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৫৪ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯.৩৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.২৭ শতাংশ, কনটিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.২৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.২১ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.০৪ শতাংশ ও কর্ণফূলী ইন্স্যুরেন্সের ৯ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস