নির্বাচনের ফলের অপেক্ষায় মায়ানমারের জনগণ
প্রকাশ: ২০১৫-১১-০৯ ১১:৩৪:২৬

মায়ানমারের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশটির জনগণ। চলছে শেষ মুহূর্তের ভোট গণনার কাজ। সোমবার (০৯ নভেম্বর) বেসরকারিভাবে এই নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে।
এর আগে রোববার (০৮ নভেম্বর) স্থানীয় সময় সকালে মায়ানমারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে তা চলে বিকেল পর্যন্ত। দেশটির নির্বাচন কমিশন বলছে, এবার ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দীর্ঘ ২৫ বছর পর দেশটির সবগুলো রাজনৈতিক দল এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
৬৬৪ আসনের এই সংসদ নির্বাচনে ৯০টির বেশি দলের ছয় হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন। প্রায় তিন কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













