রাইটে প্রিমিয়াম কমাবে আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-১১ ১১:৫১:১৩


Iআইপিডিসি ফাইন্যান্স কর্তৃপক্ষ ১ টাকা প্রিমিয়াম কমিয়ে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে প্রদান করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি কর্তৃপক্ষ সংশোধনী প্রস্তাবে ১২ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করতে চায়। যার রেশিও হবে ২টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার। এক্ষেত্রে কোম্পানির ২০১৮ সালের জন্য ঘোষিত ৮ শতাংশ বোনাস শেয়ার বিবেচনায় নেওয়া হবে। ব্যবসা বৃদ্ধি ও মূলধন শক্তিশালী করার জন্য এই রাইট ইস্যু করা হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ৩১ মার্চ বিশেষ সাধারন সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য আগামি ৪ মার্চ রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

এর আগে ৩ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ১৩ টাকা দরে ইস্যু করার জন্য রাইট প্রস্তাব করেছিল।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.২০ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট ৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর দাড়িঁয়েছে ৪২.৬০ টাকায়।

সান বিডি/এসকেএস