৯ মাসে ইরান ৪২ হাজার টন চা আমদানি করেছে
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০২-১১ ১১:২৪:৪১
প্রতি বছর ২১ মার্চ ইরানে নতুন অর্থবছর শুরু হয়। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে (২১ মার্চ-২০ ডিসেম্বর) দেশটিতে চা আমদানি ৪২ হাজার টন ছাড়িয়ে গেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ফিন্যান্সিয়াল ট্রিবিউন।
ইরান বিশ্বের নবম শীর্ষ চা উৎপাদনকারী দেশ। তবে অভ্যন্তরীণ চাহিদা বেশি থাকায় দেশটি প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ চা আমদানি করে। পানীয় পণ্যটির আমদানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইরান পঞ্চম অবস্থানে রয়েছে। চায়ের বৈশ্বিক আমদানি বাণিজ্যের ৩ দশমিক ৯ শতাংশের গন্তব্য ইরান।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে ইরানি আমদানিকারকরা মোট ৪২ হাজার ৩০০ টন চা আমদানি করেছেন। এ বাবদ তাদের মোট ১৯ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয়েছে। এ সময় ভারত ও শ্রীলংকা থেকে সবচেয়ে বেশি চা আমদানি করেছে ইরান। এছাড়া তুরস্ক, কেনিয়া, ভিয়েতনাম, জাপান, চীনসহ কয়েকটি দেশ থেকে ইরানে চা আমদানি হয়েছে।