শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না রেকিট বেনকিজার  

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১১ ১২:৫৭:৩০


পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার কর্তৃপক্ষ শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না বলে  ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে কোম্পানিটির শেয়ার দর বাড়ছে। ওই দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ২১৮৬.৫০ টাকায়। ৭ ফেব্রুয়ারি শেয়ার দর বেড়ে দাঁড়ায় ২৬৪২.৬০ টাকায়। অর্থাৎ এই ৯ দিনে কোম্পানিটির শেয়ার দর ৪৫৬.১০ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে গত ১০ ফেব্রুয়রি ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

সান বিডি/এসকেএস